[X]
loading...

রিয়াদের হারা বাংলাদেশী অধ্যুষিত এলাকায়. মসজিদের সামনে খাবার পাশে রেখে মরে পড়ে আছে।

রিয়াদের হারা বাংলাদেশী অধ্যুষিত এলাকায় আল রাজী সিগন্যাল এর পাশের মসজিদের পাশেই আজনবী (প্রবাসী) এক লোক মসজিদের সামনে খাবার পাশে রেখে মরে পড়ে আছে। পুলিশ আসলো এবং তার পরিচয় নিশ্চিত করার জন্য তার বুক পকেটে হাত দিলো তখন তার সাথে তার পাসপোর্ট এবং ছুটির পেপার এবং  এয়ারটিকেটও ছিল। আগামীকাল সে তার দেশে যাবে অথচ এর আগেই সে দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং শেষ খাবারটাও তার আর খাওয়া হলো না পাশেই খাবারগুলি পড়ে ছিল। ইমাম সাহেব তার পাগড়ী দিয়ে মৃতদেহকে ডেকে দেন। ভাবতেই কেমন জানি লাগে, এই মৃতব্যক্তির পরিবার যখন জানবে যে তাদের প্রিয়জন আর জীবিত অবস্থায় দেশে ফিরতে পারবে না তখন তাদের অবস্থা কেমন হবে!!!আল্লাহ মালুম।মানুষের কত আয়োজন এই দুনিয়াতে অথচ কেউ জানেই না আগামীকাল সে কি অর্জন করবে এবং কোথায় সে মরবে!!!কি অসহায় আর নির্মম বাস্তবচিত্র!!

আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
তথ্য: মামুনুর রশিদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অফিস ॥ ৯২ আরামবাগ, ক্লাব মার্কেট, মতিঝিল। ই-মেইল ॥ banglaonlinetvnews@gmail.com
প্রকাশক মোঃ রাসেল জাতীয় মানবাধিকার ইউনিটি রেজিঃ নং: ঢ_০৮৮৩৭
অনলাইন নিতীমালা মেনে আবেদন কৃত সম্পাদক॥ রাজু আহমেদ অনুমোদিত নাম্বার ০৫/৯৩১৭০২৬৫