[X]
loading...

১ চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে ‘অদ্ভুত’ এক শিশুর জন্ম হয়েছে!

কমলগঞ্জে ১ চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে ‘অদ্ভুত’ এক শিশুর জন্ম হয়েছে! এলাকায় তোলপাড় সৃষ্টি এবং রূপকথার গল্পে এক চোঁখ ওয়ালা দ্বৈত বা মানুষের কথা অনেকই শুনেছেন। কিন্ত এবার বাস্তবে পাওয়া গেলো এক চোঁখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে জন্ম নেয়া এই শিশু। এমন এক চোখ ও ৩২ টি পুর্নাঙ্গ দাঁত নিয়ে জন্ম হওয়া এই মৃত শিশুর সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায় । অত্র ইউনিয়নের পূর্ব তেঁতইগাঁও গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে ফরিদা আক্তার (২৩) এর সাথে সামাজিক ভাবেই জামালপুর জেলার শেরপুর এলাকার সজিব আহমদের সাথে বিয়ে হয়েছিলো । বিয়ের তিন বছর পর গত শনিবার ভোর রাতে ফরিদার ঘরে বিস্ময়কর একটি শিশুর জন্ম হয়েছে।আর জন্ম হওয়ার কিছুক্ষনের মধ্যই শিশুটির মৃত্যু ঘটে।ঘটনার খবর টি গতকাল ১ অক্টোবর রবিবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি করে এবং মৃত শিশুটিকে এক নজর দেখার জন্য ফরিদার বাড়ীতে উৎসুক জনতার ভীড় জমে।জন্ম হওয়া মৃত শিশুটির কপালের বামপাশে বের হয়ে আসা একটি বড় চোঁখ এবং ৩২টি পুর্নাঙ্গ দাঁত রয়েছে এবং শিশুটির মাথার উপরভাগটিও ছত্রভত্র।
........... হে আল্লাহ আমাদের কে তুমি মাফ করে দাও, আর আমাদের কেও না,আমাদের আপনজনকেও না, আমাদের শত্রু কেও পর্যন্ত এইরকম বাচ্চা আর করিও না দান।আমাদের সকলকে হ্মমা করে দিও গো মাবুদ।সুম্মাহ আমীন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অফিস ॥ ৯২ আরামবাগ, ক্লাব মার্কেট, মতিঝিল। ই-মেইল ॥ banglaonlinetvnews@gmail.com
প্রকাশক মোঃ রাসেল জাতীয় মানবাধিকার ইউনিটি রেজিঃ নং: ঢ_০৮৮৩৭
অনলাইন নিতীমালা মেনে আবেদন কৃত সম্পাদক॥ রাজু আহমেদ অনুমোদিত নাম্বার ০৫/৯৩১৭০২৬৫