দেনমোহর সংক্রান্ত কিছু তথ্য
দেনমোহর সংক্রান্ত কিছু তথ্য
- চাহিবা মাত্র স্ত্রীকে দেনমোহর প্রদান করতে স্বামী বাধ্য।
- দেনমোহর ছাড়া বিয়ে ফাসিদ (ত্রুটিযুক্ত) হিসেবে গন্য হবে।
- স্ত্রীকে স্পর্শ (Physical relation) করার পূর্বে তালাক হলে দেনমোহর অর্ধেক দিতে হবে।
- স্ত্রীকে স্পর্শ (Physical relation) করার পূর্বে স্বামী মারা গেলে দেনমোহর পুরোটা দিতে হবে।
- অনির্ধারিত দেনমোহরের ক্ষেত্রে আদালত যে পরিমান দেনমোহর নির্ধারণ করে দিবেন তা দুপক্ষকে মেনে নিতে হবে।
- স্ত্রী তার স্বামীকে তালাক দিলে দেনমোহরের অধিকার ক্ষুন্ন হবে না।
- একসাথে দেনমোহর পরিশোধ করতে অক্ষম হলে আদালত স্বামীর আর্থিক অবস্থা বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে কিস্তিতে পরিশোধ করার সুযোগ দিতে পারেন।
- স্ত্রী চাইলে দেনমোহর আংশিক বা পুরোটা মাফ করে দিতে পারেন।
- বিয়েতে উপহার দেয়া সামগ্রী গহনা, শাড়ি, কসমেটিকস ইত্যাদি দেনমোহরের অংশ নয়।
No comments:
Post a Comment