[X]
loading...

নিজের ভাগ্নিকে চার বছর ধর্ষণ করলো নরপশু এক মামা!


নিজের বড় বোনের আর্থিক অবস্থা খারাপ থাকায় ভাগ্নিকে নিয়ে আসেন ময়মনসিংহ শহরে নিজের বাসায় । গত চার বছর যাবত নিয়মিত ধর্ষণ করেন এই  ভাগ্নিকে । বর্তমানে ভাগ্নির বয়স ১২ বছর । তিনি পেশায় একজন টিউশন শিক্ষক। সে শুধু বাচ্চা মেয়েদেরই ধর্ষণ করছে তা নয় , বাচ্চা ছেলেরাও তাঁর স্বীকার!
মুখোশধারী এই জানোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৪,০৮,১৮ ইং তারিখে মাননীয় ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ জনাব নিবাস চন্দ্র মাঝি   মহোদয় ফেসবুক মেসেন্জারে একটি পোস্ট প্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আল আমিন কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন ।
অতিরিক্ত পুলিশ সুপার  এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে খুঁজে পান আরো বিবেক বর্জিত পশুর কাজ ।নিজের বোনকেও সে নিয়মিত ধর্ষণ করতো । বোন ও ভাগ্নিকে এ কথা কাউকে না বলার জন্য জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে ভয় দেখাতো ।
আটক করা হয় ধর্ষককে । ১৯,০৮, ১৮ ইং তারিখে  থানায় মামলা হয় । বাদী বোন । ভাগ্নি  আদালতে জবানবন্দি দেয় ।
আজ ২০,০৮,১৮ ইং তারিখে ধর্ষক নিজে সকল দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ।
নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ের এ ধরনের বিষয়ে সমাজের সকলকে সচেতন হওয়ার জন্য মাননীয় ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয় আহবান জানান ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা যিনি  পোস্টটি ডিআইজি মহোদয়ের নিকট প্রেরণ করেছেন ।

(সূত্র-- Dig Mymensingh মহোদয়ের ফেসবুক আইডি থেকে নেওয়া?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অফিস ॥ ৯২ আরামবাগ, ক্লাব মার্কেট, মতিঝিল। ই-মেইল ॥ banglaonlinetvnews@gmail.com
প্রকাশক মোঃ রাসেল জাতীয় মানবাধিকার ইউনিটি রেজিঃ নং: ঢ_০৮৮৩৭
অনলাইন নিতীমালা মেনে আবেদন কৃত সম্পাদক॥ রাজু আহমেদ অনুমোদিত নাম্বার ০৫/৯৩১৭০২৬৫