[X]
loading...

উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে ...... শেখ আফিল উদ্দিন এমপি

সাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : শুক্রবার বিকেলে উত্তর শার্শার কন্দকপুর গ্রামের বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা অসুস্থ্য আনোয়ার মোড়লের শারিরিক অবস্থার খোজখবর নিতে তার বাড়িতে যান ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ¦ শেখ আফিল উদ্দিন। এক সময়ে প্রবীন এ নেতা স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের দরদে আবেগে আপ্লুত হয়ে সাংসদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। পরে বনমান্দার মোড় হইতে বনমান্দার গ্রামের ২কিলোমিটার নতুন রাস্তার শুভ উদ্বোধন করেন শেখ আফিল উদ্দিন এমপি। এসময় গ্রামবাসী জোটবেঁধে ছুটে এসে এমপিকে শুভেচ্ছা জানান।

উক্ত উদ্বোধনী পথসভায় সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আবারো সরকার গঠন করতে পারলে শার্শা উপজেলার বাদ পড়ে থাকা ছোট ছোট যেসকল সমস্যা আছে তা আর থাকবে না। এজন্য দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের সভাপতি আলাউদ্দিন খানসহ স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অফিস ॥ ৯২ আরামবাগ, ক্লাব মার্কেট, মতিঝিল। ই-মেইল ॥ banglaonlinetvnews@gmail.com
প্রকাশক মোঃ রাসেল জাতীয় মানবাধিকার ইউনিটি রেজিঃ নং: ঢ_০৮৮৩৭
অনলাইন নিতীমালা মেনে আবেদন কৃত সম্পাদক॥ রাজু আহমেদ অনুমোদিত নাম্বার ০৫/৯৩১৭০২৬৫