[X]
loading...

শার্শা’য় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করেন শেখ আফিল উদ্দিন এমপি

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : শার্শা’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় শার্শা’র শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যম্যে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন  ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,  শার্শা থানার অফিসার ইনচার্য(ওসি) এম মশিউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,  বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ক্রীড়া প্রেমী উৎসুক জনতা।

উক্ত ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী খেলায় বেনাপোল ফুটবল একাদশ কায়বা ফুটবল একাদশকে ৮-০ গোলে পরাজীত করে বিজয় অর্জণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অফিস ॥ ৯২ আরামবাগ, ক্লাব মার্কেট, মতিঝিল। ই-মেইল ॥ banglaonlinetvnews@gmail.com
প্রকাশক মোঃ রাসেল জাতীয় মানবাধিকার ইউনিটি রেজিঃ নং: ঢ_০৮৮৩৭
অনলাইন নিতীমালা মেনে আবেদন কৃত সম্পাদক॥ রাজু আহমেদ অনুমোদিত নাম্বার ০৫/৯৩১৭০২৬৫