#মোটর_সাইকেলের_ক্ষেত্রে:
#মোটর_সাইকেলের_ক্ষেত্রে:
#হেলমেট না থাকলে হেলমেট ক্রয় বাবদ ২০০০ টাকা জরিমানা, পরদিন ট্রাফিক অফিস থেকে হেলমেট সংগ্রহ করতে হবে।
#ড্রাইভিং লাইসেন্স না থাকলে লাইসেন্স বাবদ ৫০০০ টাকা জরিমানা, ১৫ দিনের মধ্যে বিআরটিএ অফিস থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে, লাইসেন্স সংগে না থাকলে ৫০০ টাকা জরিমানা।
#রেজিষ্ট্রেশন না করা থাকলে রেজিষ্ট্রেশন বাবদ জরিমানা ১৫/২০ হাজার টাকা, ১ মাসের মধ্যে যাবতীয় কাগজ বুঝিয়ে দিতে হবে।
#ইন্সুরেন্স করা না থাকলে ইন্সুরেন্স করা বাবদ ৫০০ টাকা জরিমানা। পরদিন ট্রাফিক অফিস থেকে ইন্সুরেন্স এর কাগজ সংগ্রহ করতে হবে।
#যদি এমন হতো ভেবে দেখুন তাহলে কত সুন্দর হতো।
এভাবে আইন হলে সমস্যাগুলোর পুরোপুরি সমাধান হতো কিন্তু আমাদের যে প্রচলিত আইন তাতে সমস্যা গুলো জিইয়ে রাখা হচ্ছে।
আপনাদের মতামত কি??
C:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন