বেনাপোলে জাতির শেষ্ঠ সন্তানদের স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরাম (বি.এস.এ.এফ) বেনাপোল শাখার আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কাসটম কর্মকর্তা, বন্দর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিজিবি, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব শ্রদ্ধাভরে দিবসটি পালন করেন।
বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরাম (বি.এস.এ.এফ) বেনাপোল শাখার সভাপতি ও বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি) আহসান হাবিব, বন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজী, কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরাম (বি.এস.এ.এফ) বেনাপোল শাখার সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।
বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত বুদ্ধিজীবী দিবস উদযাপন অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতাকামী বাঙালি জাতিকে মেধা শুন্য করার ষঢ়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ও স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর-আলশামস বাহিনীর সহযোগীতায় নির্মম নিশংস গণহত্যার স্মরণ করেন। বেদনা বিধুর বক্তব্য প্রদাণ করেন বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, দীন ইসলাম মল্লিক, আবু সামা, আবুল হোসেন, শামছুল হুদা, আতিয়ার রহমান, আব্দুল লতিফ, আলতাফ চৌধূরী প্রমুখ।
বেনাপোলে এই প্রথম বৃদ্ধিজীবী স্মরণে স্মরণ সভা, র্যালী ও শহিদদের স্মৃতি স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে মুক্তিযোদ্ধাগণ আবেগে আপ্লুত হন। বলেন, বেনাপোলে দিবসটি প্রতিবছর পালন করা হলে এ থেকে ভবিষৎ প্রজন্ম শহিদ বৃদ্ধিজীবীদের ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন