দেশের রাজস্ব আয়ের প্রধান মাধ্যম কাস্টম :: শেখ আফিল উদ্দিন এমপি
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সাংসদ শেখ আফিল উদ্দিন কাস্টম কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, কাউকে বাদ দিয়ে তড়িৎগতিতে দেশের উন্নয়ন সম্ভব নয়। এসময় তিনি বন্দর, বিজিবি, পুলিশ, ব্যবসায়ী, শ্রমিকসহ কাস্টম সংশ্লিষ্ঠ সকলকে নিয়ে কাজ করার আহবান জানান। বলেন, সকল প্রতিনিধিদের সমন্বয় ও মূল্যবান মতামত দেশ উন্নয়নের পরিকল্পনাকে আরো অনেকদূর সম্প্রসারিত করবে।
উক্ত কাস্টম দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদাণ করেন যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডোল, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ সামছুর রহমান, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহি সম্পাদক মাহবুব আলম লাবলু, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, কাস্টম ও বন্দরের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাসহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন